আল-জাজিরার প্রতিবেদনে যেসব অভিযোগ করা হয়েছে তা মিথ্যা প্রমাণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা।
চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দির তিন বছরে সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বাংলাদেশ মাফিয়া রাষ্ট্র এটা শোনার জন্য মুক্তিযুদ্ধ হয়নি।
সমাবেশে আল জাজিরার প্রতিবেদন মিথ্যা প্রমাণে সরকারকে সহায়তা করারও প্রস্তাব দেন বিএনপি নেতারা।
তারা দাবি করেন, আল জাজিরা প্রতিবেদনে যা প্রকাশ হয়েছে তা এই সরকারের দুর্নীতির এক হাজার ভাগের এক ভাগ। তারা বলেন, জনগণ এই ধরনের কোনো সংবাদ আর দেখতে চায় না। প্রতিবেদনটির সত্যতা যাচাইয়ে ক্ষমতাসীন দলকে সমর্থন দেবে বিএনপি।
এসময় ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।