বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর ও জেলা শাখার যৌথ উদ্যোগে আজ ২৯জানুয়ারি শুক্রবার বেলা ২টায় সংগঠনের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী র্যালী নগরীর জিতুমিয়ার পয়েন্ট থেকে শুরু করে বন্দরবাজার প্রদক্ষিণ করে ধুপাদিঘীর পূর্ব পার হয়ে লালদিঘীর পাড়স্থ মজলিস কার্যালয় প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়।
ছাত্র মজলিস সিলেট মহানগর সভাপতি ইকরামুল হক জুনাইদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ ফরিদ উদ্দিন এর সঞ্চালনায় র্যালী পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ তারিক বিন হাবীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র মজলিসের কেন্দ্রীয় শিক্ষা ও ক্যাম্পাস বিষয়ক সম্পাদক মাহদী হাসান জামাল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা সভাপতি আশিকুর রহমান জাকারিয়া, পশ্চিম জেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন, মহানগর প্রশিক্ষণ সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক আব্দুল ওয়াহিদ চৌধুরী, পূর্ব জেলা প্রশিক্ষণ সম্পাদক আহবাবুর রহমান, পশ্চিম জেলা প্রশিক্ষণ সম্পাদক আবু বকর মুন্না, জামেয়া মাদানিয়া শাখা সভাপতি সানোয়ার হুসাইন, শাখা তত্ত্বাবধায়ক মাহফুজ হুসাইন চৌধুরী, সিলেট আলিয়া মাদ্রাসা শাখা সেক্রেটারি সাদিকুর রহমান শাকিল ও বিয়ানিবাজার কলেজ শাখা সভাপতি সহ প্রমুখ।