সিলেটে করোনায় আক্রান্ত হয়ে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। রোববার (১৭ মে) দিবাগত রাত সাড়ে ১০টায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, ৬৫ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার তেতলি ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামে। তিনি তেললি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। এছাড়া তিনি সোবহানীঘাট নোয়াব আলী মার্কেটে ব্যবসা করতেন।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স মাহতাব উদ্দিন রোববার দিবাগত রাত সাড়ে ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই ব্যক্তি রোববার রাত ৯টায় হাসপাতালের ভর্তি হন এবং সাড়ে ১০টায় মারা যান। তিনি জানান, রোববার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষার পর তার করোনা শনাক্ত হয়। মারা যাওয়া ব্যক্তির মরদেহ এখনো হাসপাতালে আছে বলেন জানান তিনি।