গতকাল শুক্রবার মাদীনাতুল খাইরী আল ইসলামীর প্রতিষ্ঠিত মসজিদ উদ্বোধন করলেন মদিনাতুল খাইরী এর চেয়ারম্যান মাওলানা ফয়েজ আহমদ। এ সময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার কমিশনার আহমেদ নুর, খেলাফত সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা নুর উদ্দিন, মুফতি আজিজুল হক, মাওলানা সাজওয়ার, মাওলানা এমদাদুল হক, মাওলানা হাবিবুর রহমান, নুরুল আমীন, সাবেক মেম্বার নুরুল হক, আব্দুল ওয়াদুদ প্রমুখ । উদ্বোধনী বক্তব্যে মাওলানা ফয়েজ আহমদ বলেন মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠার মধ্য দিয়ে সমাজে নৈতিকতার পরিবর্তন আসে। আল্লাহ তায়ালার রহমত বর্ষিত হয়। শিশুদেরকে ইসলামি শিক্ষা দেওয়ার প্রতি মনোনিবেশ করেন তিনি। তিনি আরো বলেন, মসজিদের সৌন্দর্য হলো মুসল্লী। তাই আমাদের সবাইকে নামাযী হতে হবে। মসজিদ কেন্দ্রীক প্রশিক্ষণ চালু করার আশ্বাস প্রদান করেন তিনি। পরে তিনি আমন্ত্রিত অতিথিদের মধ্যে বঙ্গানুবাদ কুরআন মাজিদ বিতরণ করা হয়।